প্রকাশিত: Thu, Feb 16, 2023 6:03 PM
আপডেট: Fri, Jul 4, 2025 9:18 PM

তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে আর্থিক ক্ষতি ২৫ বিলিয়ন ডলার

মিহিমা আফরোজ: তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পের ১০ দিন পার হয়েছে। ভয়াবহ এই ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে এবং মৃতের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। বৃহস্পতিবার তুরস্কের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই ভূমিকম্পের কারণে কেন্দ্রীয় ব্যাংকের আন্তর্জাতিক রিজাভের্র পরিমাণ বর্তমানে ২.৬৫ বিলিয়ন ডলার, যা পূর্বে ছিল ২৪.৪৪ বিলিয়ন ডলার। এছাড়াও বাজার বিশ্লেষক সংস্থা জেপি মরগান বলেছে, ভূমিকম্পের কারণে তুরস্কের আর্থিক ক্ষতি হয়েছে ২৫ বিলিয়ন ডলার। আল-জাজিরা

ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়ায় স্বাস্থ্য সঙ্কটের বিষয়ে সতর্ক করেছেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব জগন চাপাগাইন। তিনি বলেছেন, ইতোমধ্যেই সিরিয়ার বাসিন্দারা যদি উষ্ণ স্থানে আশ্রয় গ্রহণ না করে, তবে খুব দ্রুতই তারা বিপজ্জনক প্রাদুর্ভাবের মুখোমুখি হতে পারে। তিনি আরও বলেন, সিরিয়ার অধিকাংশ মানুষ এখনও স্কুলের ঠান্ডা কক্ষে বাঁচার তাগিদে প্রাথমিক অবস্থায় আশ্রয় নিয়েছে। তবে এটি যদি দীর্ঘ সময়ের জন্য চলতে থাকে, তাহলে তাদের স্বাস্থ্যের ভয়াবহ পরিণতি হবে। আমি মনে করি, যদি সংঘাত তাদের পিঠ ভেঙে দিয়ে থাকে তবে এই ভূমিকম্প এখন তাদের চেতনাকে ভেঙে দিচ্ছে।

অনেক সিরিয় নাগরিক তাদের যুদ্ধবিধ্বস্ত দেশে সহায়তা না পৌঁছানোয় ক্ষোভ প্রকাশ করেছেন। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার উদ্ধার তৎপরতা ব্যাহত হওয়ার জন্য দেশটির ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞাকে দায়ী করেছে। কিন্তু আন্তর্জাতিক সাহায্য গোষ্ঠীগুলো বলছে, আসাদ সরকারের অব্যবস্থাপনা এবং দেশের সব এলাকায় উদ্ধার কাজে সংযুক্ত না হওয়াটাই মূল প্রতিবন্ধকতা। এই প্রতিবন্ধকতার মাঝেও ভূমিকম্পের ৯ দিন পর গত বুধবার থেকে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে সহায়তা পৌঁছানো শুরু হয়েছে। ইতোমধ্যে জাতিসংঘের তরফ থেকে তাবু, হিটার ও কলেরা পরীক্ষার কীটসহ ১০০ ত্রাণবাহী ট্রাক তুরস্ক থেকে বাব আল-সালাম সীমান্ত ক্রসিং দিয়ে সিরিয়ায় পৌঁছেছে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক হ্যান্স হেনরি পি. ক্লাগ জানিয়েছেন, তুরস্ক ও সিরিয়া  বর্তমানে ২ কোটি ৬০ লাখ মানুষের জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা প্রয়োজন। জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমানে উদ্ধার অভিযান শেষ পর্যায়ে আছে। এখন নজর দিতে হবে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের বাসস্থান ও খাবার নিশ্চিতের দিকে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব